Friday, April 11, 2014


প্রভু! তোমার  নেই  ত  কোন  নাম
তবুও  করি  প্রণাম।
নামী  অনামী  সবই  তুমি
অসীম  তোমার  দাম।
তোমার  নেই  ত  কোন  রূপ
(তবু) জ্বালাই  প্রাণে  পূজার  ধূপ ---
রূপে  অরূপে  বিরূপে  তুমি
মিলনে  বিরহে  অপরূপ  পরিণাম।
তোমার  নেই  ত  কোন  শেষ
নেই  ত  কোন সুরু
আমার  জনম  মরণ  তোমার  হাতে
তাই  তো  তুমি  গুরু
তোমার  নেই  তো  কোন  কিছু
তবুও  ছুটছি  তোমার  পিছু
তুমি শূণ্য, তুমি পূর্ণ
তোমার  ত  হায়! নেই  ত  কোন  বিরাম।







No comments:

Post a Comment