Tuesday, November 22, 2011



ঈশ্বর! ঈশ্বর! সারা বিশ্ব খুঁজিছে কাতরে,
লক্ষ লক্ষ পণ্ডিতের ভাষা নিরুত্তর;
ক্ষুদ্র প্রাণ দিশাহীন না পায় সন্ধান,
অসীমে ধরিতে গিয়া ব্যাকুল কাতর।
অনন্ত-জীবন-পথে চাহিনু বিস্ময়ে,
যোগ-যাগ করিবার লাগি ছুটে গেনু হিমালয় পানে,
কিন্তু তার অন্ত কোথা? না পাই সন্ধান কোনখানে,
জটিলতা বেড়ে যায় হৃদি মাঝখানে,
দর্শন কাঁদিয়া ফিরে সীমার লাগিয়া
বিঞ্জান সন্ধান করে তত্ত্ব নিশিদিন,
রূপ অরূপের পিছে ফিরিছে কাঁদিয়া---
সীমারে ঘিরিয়া বাজে অসীমের বীণ্‌!
দৈববাণী ভেসে এল-'জানিবারে চাও মোর সীমা?
মাতাপিতা মাঝে মূর্ত্ত হের, আমার মহিমা'।