Wednesday, August 6, 2014

বেদ কি ------


বেদ হল সাক্ষাৎ ব্রহ্মবাণী। বেদ অনন্ত ঞ্জানের আকর, ভারতীয় সংস্কৃতির মণি-মঞ্জুষা।



শ্রমেণ তপসা সৃষ্টা ব্রহ্মণা বিত্তর্ত্তে শ্রিতা।। ১
সত্যেনাবৃতা শ্রিয়া প্রাবৃতা যশসা পরিবৃতা।। ২
স্বধয়া পরিহিতা শ্রদ্ধয়া পর্যূঢ়া দীক্ষয়া গুপ্তা যঞ্জে প্রতিষ্ঠিতা লোকো নিধনম্‌।। ৩


---- শ্রম ও তপস্যায় ব্রহ্মবাণী সৃষ্ট হয়। ভক্তি ও ঞ্জানে তাকে প্রাপ্ত হওয়া যায়। সেই সুগভীর সত্য ঋতে আশ্রিত। সত্যই তার আবরণ, সত্য তার বিজয়শ্রী, কল্যাণে তা পরাবৃত এবং যশে তা পরিবৃত।

বেদের অপর নাম শ্রুতি। বেদই মানুষকে শুনিয়েছেন যে, সে ক্ষুদ্র নয়। তার মধ্যেই রয়েছে পরিপূর্ণতার স্বধা। শ্রদ্ধা, শুচিতা, তপস্যা এ ব্রত পালনের দ্বারাই তা বিকাশ প্রাপ্ত হয়। বেদের দীক্ষা-বীর্যই জীবকে অমৃত তত্ত্বে প্রতিষ্ঠিত করে, অন্তরস্থ যঞ্জশিখা দ্বারা তার এই অমৃত সত্ত্বার বোধন ঘটে। সে তখন বুঝতে পারে যে, সে সীমার মধ্যে আবদ্ধ নয়, সমগ্র ত্রিলোকই তার নিবাসস্থল --- সে মহতো মহীয়ান সর্বব্যাপ্ত সত্তা। যে অমৃতবিদ্যা মানুষের জীবনকে প্রদীপ্ত করে, পরিতৃপ্ত করে, প্রসন্ন করে এই বিদ্যার রহস্য অবগত হতে হলে চাই অবিচল শ্রদ্ধা, শুদ্ধা, বোধি, অবিশ্রান্ত যত্ন ও অবিরাম তপস্যা।



https://www.facebook.com/pages/tapobhuminarmada/454528151310191