Tuesday, March 13, 2012


হোম আরতি ঘি এর বাতি তপতপস্যার আড়ম্বর,
জপবো না নাম ন্যাস প্রাণায়াম করব নাকো অতঃপর।
কাজ কি মিছা জঞ্জালে,
কী হবে মোর চক্ষু মুদে
আসন পেতে বাঘছালে?
তুমিই আমার স্বর্গ পিতঃ!
তুমিই আমার দেবতাগো
দাও চরণের পুণ্যধূলি
আশিস্‌ তোমার মহার্ঘ!



Monday, March 12, 2012


যেদিন পিতার বিমল সত্তা
বুঝে নেবে প্রাণে প্রাণে
সেইদিন হ'তে জীবন তোমার
ভরে যাবে গানে গানে।




***********


যা পাবে মায়ের কাছে, তত স্নেহ কোথা আছে?
আর কারও প্রেমে তুমি ভুলিও না ভাই,
সে-সব প্রেমের সরা, সতর্কে ওজন করা
মা'র প্রেমে দরদাম কষাকষি নাই।




**************


যেদিন আমার জনম হ'ল সেদিনই ত দীক্ষা পেয়েছি,
এক অক্ষরের মন্ত্র 'মা'-এর ভিক্ষা পেয়েছি।
দীক্ষা বিনা চলে না যে একটি প্রাণের শ্বাস
সেই কথাতে গভীর আমার রয়েছে বিশ্বাস।
আমি নীর পেয়েছি
ক্ষীর খেয়েছি
পরাণ পেয়েছি
তারই সাথে 'ওঁয়া ওঁয়া ও-মা বলে ডাকতে শিখেছি
যেদিন আমার জনম হ'ল সেদিনই ত দীক্ষা পেয়েছি।।



Tuesday, March 6, 2012


দোলযাত্রার পুণ্যক্ষণে "মা নর্মদার" কৃপাধন্য "তপোভূমি নর্মদা"র লেখক স্বর্গীয় শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজীর জন্মদিনে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম।


চলে গেছ তুমি, শুধু প্রান্তর ধূ ধূ করে অনিবার,
চারিদিকে ক্ষীণ কাশের শীর্ষ, দীনতা বাড়ায় তার।
আছে ঝটিকার প্রবল স্বনন, রোদের তীব্র জ্বালা,
নাই আর নাই ধূসর বেলায় তোমার ধর্মশালা।
যাও তরু তুমি, তোমার লাগিয়া ঝড়ে পড়ে আঁখিনীর ---

যাও মঙ্গল চামরছত্র কানন রাজশ্রীর।
যাও তাপিতের দয়ালবন্ধু সবল সরণ প্রাণ,
যাও অতীতের স্তম্ভ অরুণ, প্রকৃতির মহাদান।
তরুর মধ্যে অশ্বত্থ যিনি, বড় যাঁর কেহ নাই,
তাঁরি সাথে তুমি মিশে যাও পুনঃ, তাঁরি বুকে হোক ঠাঁই।।







Most Blessed,
Ananda Mohan Ghosal (only Son)
Debhuti Ghosal (only Grand daughter)


www.twitter.com/tapobhumi30

www.anandatapobhuminarmada.blogspot.com (Hindi)