Tuesday, March 6, 2012


দোলযাত্রার পুণ্যক্ষণে "মা নর্মদার" কৃপাধন্য "তপোভূমি নর্মদা"র লেখক স্বর্গীয় শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজীর জন্মদিনে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম।


চলে গেছ তুমি, শুধু প্রান্তর ধূ ধূ করে অনিবার,
চারিদিকে ক্ষীণ কাশের শীর্ষ, দীনতা বাড়ায় তার।
আছে ঝটিকার প্রবল স্বনন, রোদের তীব্র জ্বালা,
নাই আর নাই ধূসর বেলায় তোমার ধর্মশালা।
যাও তরু তুমি, তোমার লাগিয়া ঝড়ে পড়ে আঁখিনীর ---

যাও মঙ্গল চামরছত্র কানন রাজশ্রীর।
যাও তাপিতের দয়ালবন্ধু সবল সরণ প্রাণ,
যাও অতীতের স্তম্ভ অরুণ, প্রকৃতির মহাদান।
তরুর মধ্যে অশ্বত্থ যিনি, বড় যাঁর কেহ নাই,
তাঁরি সাথে তুমি মিশে যাও পুনঃ, তাঁরি বুকে হোক ঠাঁই।।







Most Blessed,
Ananda Mohan Ghosal (only Son)
Debhuti Ghosal (only Grand daughter)


www.twitter.com/tapobhumi30

www.anandatapobhuminarmada.blogspot.com (Hindi)






1 comment:

  1. HAPPY BIRTHDAY, DADU!
    I DON'T HAVE THE ELOQUENCE TO DESCRIBE WHAT YOU DO TO ME.
    O NITYA-AASHIRWAADAK! PLEASE KEEP YOUR HAND ON MY HEAD FOREVER.

    YOURS..
    NITYA-PRANAMI.

    ReplyDelete