Tuesday, April 15, 2014


তনু  মন  প্রাণ  ঞ্জান  তন্ময়  হে,
চিন্ময়  তুমি  পিতঃ  চিন্ময়  হে।
আনন্দ  রস  ঘন  নন্দিত  হে,
অন্ধ  জীবনে  চির-বন্দিত  হে।

ভ্রান্তি  বিলুণ্ঠিত  সুপ্তি  মাঝে
শান্ত  সমুজ্জ্বল  দীপ্তি  রাজে।
বরেণ্য  শরেণ্য  হিরণ্য  হে
দৈন্য-এ  ক্রন্দন  ধন্য  যাহে।

তুমি  অনন্য  অনন্য  অনন্য  হে
চিন্ময়  তুমি  পিতঃ  চিন্ময়  হে।।



স্নেহরূপ  রত্ন  যাহা
তার  যিনি  পূর্ণরত্নাকর
বাল্যেতে  পালেন  যত্নে
যাঁর  দুটি  কর;
মূর্ত্তিমতী  ব্রহ্মকৃপা  যিনি
এই  ধরাতলে---
মাতা  নামে  পরিচিতা  দেবী
নমস্কার!  নমস্কার!
তাঁর  পদতলে।



শুভ নববর্ষ  ১৪২১

Friday, April 11, 2014


প্রভু! তোমার  নেই  ত  কোন  নাম
তবুও  করি  প্রণাম।
নামী  অনামী  সবই  তুমি
অসীম  তোমার  দাম।
তোমার  নেই  ত  কোন  রূপ
(তবু) জ্বালাই  প্রাণে  পূজার  ধূপ ---
রূপে  অরূপে  বিরূপে  তুমি
মিলনে  বিরহে  অপরূপ  পরিণাম।
তোমার  নেই  ত  কোন  শেষ
নেই  ত  কোন সুরু
আমার  জনম  মরণ  তোমার  হাতে
তাই  তো  তুমি  গুরু
তোমার  নেই  তো  কোন  কিছু
তবুও  ছুটছি  তোমার  পিছু
তুমি শূণ্য, তুমি পূর্ণ
তোমার  ত  হায়! নেই  ত  কোন  বিরাম।