Wednesday, November 28, 2012

মুণ্ডমহারণ্য  কোলে  নর্মদার  তটে
দেখিলাম  সে  কী  দৃশ্য  ভয়াল  ভীষণ!
পথহারা  অসহায়, সে  কী  কষ্ট,  সে কী  ভয়,
ভাবিলাম  ঘটে  বুঝি  এখনই  মরণ!
দু'দিকে  পাহাড়-চূড়া
মধ্যে  গিরিখাদ,
তলদেশে  লোকে  বলে----
কপিল- আশ্রম  আছে
পাহাড়ের  ছাদ।
হিমাঙ্কের  নীচে  শীত
রক্ত  জমে  হিমের  প্রবাহে,
হ'তেছে  তুষারপাত
পিচ্ছিল  খাদের  পথে
পড়িনু গড়ায়ে।
আকাশের  পানে  চাই---
দেবতার  চিহ্ন  নাই,
কুণ্ডলিছে  অন্ধকার---গাঢ়  নিরাশ্বাস;
পদে  পদে  উঠি  পড়ি
দেখি  পিতঃ,  করে  ধরি
দিতেছ  হৃদয়  ভরি  মমতা  আশ্বাস।
দেবতা  না  দেখিলাম---
তুমি  এলে  বাঁচিলাম,
বাঁচিলাম  সে  সঙ্কটে  তোমারই  অভয়  বরে;
শুনাইলে, 'ভয়  নাই  আর
ভয়  নাই,  ভয়  নাই---
আমি  আছি,  আমি  আছি,  আমি  আছি  ওরে'!