Monday, March 12, 2012


যেদিন পিতার বিমল সত্তা
বুঝে নেবে প্রাণে প্রাণে
সেইদিন হ'তে জীবন তোমার
ভরে যাবে গানে গানে।




***********


যা পাবে মায়ের কাছে, তত স্নেহ কোথা আছে?
আর কারও প্রেমে তুমি ভুলিও না ভাই,
সে-সব প্রেমের সরা, সতর্কে ওজন করা
মা'র প্রেমে দরদাম কষাকষি নাই।




**************


যেদিন আমার জনম হ'ল সেদিনই ত দীক্ষা পেয়েছি,
এক অক্ষরের মন্ত্র 'মা'-এর ভিক্ষা পেয়েছি।
দীক্ষা বিনা চলে না যে একটি প্রাণের শ্বাস
সেই কথাতে গভীর আমার রয়েছে বিশ্বাস।
আমি নীর পেয়েছি
ক্ষীর খেয়েছি
পরাণ পেয়েছি
তারই সাথে 'ওঁয়া ওঁয়া ও-মা বলে ডাকতে শিখেছি
যেদিন আমার জনম হ'ল সেদিনই ত দীক্ষা পেয়েছি।।



No comments:

Post a Comment