Tuesday, December 24, 2013



কোথা  আছে  রে, দীন  দরদী  সাঁই!
পিতৃদেবের  ধেয়ান  ধরো
খবর  পাবে  ভাই।
চক্ষু  আঁধার  ভুলের  ধোঁকায়
কেশের  আড়ে  পাহাড়  লুকায়
কি  রঙ্গ  সাঁই  দেখছে  সদাই,
বসে  নিগম  ঠাঁই।
অহরহ  দেখছ  তারে
চেনতে  নারো  ভুলের  ঘোরে
পিতার  মাঝে  পরমপিতা
চিনতে  জানা  চাই।।



যা  পাবে  মায়ের  কাছে, তত স্নেহ  কোথা  আছে?

আর  কারও  প্রেমে  তুমি  ভুলিও  না ভাই,
সে  সব  প্রেমের  সরা, সতর্কে  ওজন  করা
    মা'র  প্রেমে  দরদাম  কষাকষি  নাই।



No comments:

Post a Comment