Wednesday, December 11, 2013



জটাটবী-গলজ্জল-প্রবাহ-প্লাবিত-স্থলে, 
গলেহবলম্ব্য লম্বিতাং ভূজঙ্গ-তুঙ্গ-মালিকাম্‌।
ডমড্‌-ডমড্‌-ডমড্‌ ডমন্নিনাদ-বড ডমর্বয়ং, 
চকার চণ্ড তাণ্ডবং তনোতু নঃ শিবঃ শিবম্‌।।



হে প্রভু শিবসুন্দর! তোমার জটার অরণ্য হতে গঙ্গার ধারা গলগল করে বেয়ে এসে তোমার গলদেশকে প্লাবিত করছে, সেই গলদেশ আবার সর্পমালায় বিভূষিত, তুমিই একবার ডমরু বাজিয়ে ডমড্‌ ডমড্‌ ডমড্‌ ধ্বনি তুলে তাণ্ডব-নৃত্যে ত্রিভুবনকে কম্পমান করেছিলে, তুমি আমাদের মঙ্গল বিধান কর।



জটাকটাহসম্ভ্রমভ্রমন্নিলিম্পনির্ঝরী --- 
বিলোলবীচিবল্লরীবিরাজমানমূর্দ্ধনি।
ধগদ্‌  ধগদ্‌  ধগদজ্জ্বল-ললাটপট্টপাবকে
কিশোরচন্দ্রশেখরে রতিঃ প্রতিক্ষণং মম।।



জটারূপ কটাহ হতে বেগে বহমান গঙ্গার চঞ্চল তরঙ্গমালায় যাঁর মস্তক শোভিত এবং যাঁর ললাটে ধগদ্‌ ধগদ্‌ শব্দে অগ্নি দেদীপ্যমান, সেই তুমি কিশোর চন্দ্রশেখর! তোমার চরণ কমলে আমাদের প্রতিক্ষণ রতি হোক।


https://www.facebook.com/pages/tapobhuminarmada/454528151310191

No comments:

Post a Comment