Sunday, January 9, 2011

মা


অন্তর কার কুসুম- কোমল, বহিছে কোথায় ফলগুধারা ?
মোর ভাবনায় দিবস-রজনী কে রহে বল আত্মহারা ?

প্রতিদিন কার আহ্বান আসে ক্ষুধার অন্ন চা'বার আগে
সুশীতল বারি কাহার হস্তে নেহারি সহসা তৃষ্ণা জাগে?

বিপদে কাহার আকুল হৃদয় যাচে দেবতার প্রসাদটুক ?
অমঙ্গলের বিষম ভাবনা শেলসম বিঁধে কাহার বুক ?

জীবন- পথের বিঘ্ন বাধায় পশ্চাতে ঠেলে কাহার হাত ?
সংসার-মরু ছায়াময় রয় সে শুধু কাহার আশীর্বাদ ?

আমার সুখ-যশ-গৌরবে কার বুক ভরে সবার চেয়ে ?
শুভদিনে কার স্মিতহাসিখানি ঝরে পড়ে দু'টি নয়ন বেয়ে ?

স্বরগ হতেও প্রিয় আপনার করিয়াছে কেবা ধরার মাটি ?
তাঁরে কি চেন না ? চিনাইতে হবে ? তিনি যে মোদের মধুরা মা-টি !





1 comment: