Monday, January 18, 2016


"মত পথ যত দেখ সকলি জঞ্জাল,
মনে প্রাণে ডাক তাঁরে নাহি কালাকাল;
দান ধ্যান পূজা পাঠ দানে শুভফল,
ওষ্ঠপুটে পিতৃবীজ শেষের সম্বল।
বুদ্ধিমান জীবে যবে দুষ্ট কর্ম করে,
কেন্দ্র হ'তে ক্রমে ক্রমে দূরে যায় সরে;
এই অপহ্নবে ঘটে স্বরূপের চ্যুতি
সদা জপ পিতৃবীজ পাইবে নিষ্কৃতি।।"





No comments:

Post a Comment