Friday, April 5, 2013


আত্মা  তুমি, শক্তি  তব  মতি-বুদ্ধি  মোর,
আঞ্জাবহ  তব  বায়ু ------ মোর  পঞ্চপ্রাণ ------
এ  শরীর  তোমারি  ত  প্রিয়  বাসস্থান।
উপভোগ  তরে  মোর  যে  ভোগ  রচনা
তোমারি  ত  সে  সকল  পূজার  বিধান,
নিদ্রা  সে  তো  সমাধিতে  সুখে  অবস্থান।
ভোজন  আমার  আহূতি  প্রদান, শয়ন  আমার  সাষ্টাঙ্গ  প্রণাম।
ভ্রমণ  আমার  প্রদক্ষিণ  তাঁর  প্রতি  কথা  মোর  মন্ত্র,
যেভাবেই  বসি  সেই  ত  আসন, প্রতি  অঙ্গভঙ্গী  মুদ্রা  বিরচন
যে  চিন্তাই  করি  তাঁরই  ধ্যান  করি  এ  জীবন  তাঁর  যন্ত্র।।



No comments:

Post a Comment