Tuesday, February 12, 2013


তারকব্রহ্ম নাম 'রাম' শব্দ ঔর 'ওঁ' বরাবর একই জিনিষ।

যথৈব বটবীজস্থ প্রাকৃতশ্চ মহাদ্রুমঃ।
তথৈব রামমন্ত্রস্থ বিদ্যতে চরাচরং জগৎ।।

অর্থাৎ যেমন বটগাছের একটি বীজের মধ্যে ঐ বিরাট মহীরুহের শাখা প্রশাখা পাতা ও ফল সুপ্ত থাকে, তেমনি রাম শব্দের মধ্যে এই বিশ্ব চরাচর সুপ্ত আছে।

তাই 'রাম' শব্দ বিশ্লেষণ করলে পাই---

রাম = র্‌ + আ + ম্‌ +অ।
= র্‌ + অ + অ + ম্‌ + অ।।

স্বরবর্ণ মাত্রই পুংলিঙ্গ এবং স্বাধীন। ব্যঞ্জনবর্ণ মাত্রই  স্ত্রীলিঙ্গ, পরাধীন।


'আদ্যন্ত বিপর্যয়শ্চ'---পাণিনির এই সূত্রানুসারে বিশ্লেষিত 'রাম' শব্দের 'অ' সামনে এল।  তাহলে দাঁড়াল---অ + র্‌ + অ + অ + ম্‌। ব্যাকরণের নিয়ম হচ্ছে যে, যদি কোন শব্দের 'র' বর্ণে্র পূর্বভাগে এবং উত্তরভাগে যদি 'অ' বসে তবে তার 'র' বর্ণ 'উ' বর্ণে পরিণত হয়। 


ফলে রাম শব্দের অন্ত্যভাগের র্‌ + অ = উ হয়ে যায়।

অ + র্‌ + অ = উ
অর্থাৎ উ + অ = ও হল।।
ও + ম্‌ = ওম্‌  বা  ওঁ হয়ে গেল।।

এইভাবে রাম শব্দের মধ্যে "ওঁ" লুক্কায়িত আছে। তাই ঋষিদের উপলব্ধি ওঁকারতত্ত্ব মনন করলে যেমন কোন বস্তুই অপ্রাপ্ত থাকে না, 'রাম' শব্দ মনন করলেও কোন বস্তুই অপ্রাপ্ত থাকে না। ওঁকার যেমন মোক্ষ দান করে 'রাম' এই সিদ্ধ শব্দও মোক্ষ দান করে। তাই রামমন্ত্রকে বলা হয় তারকব্রহ্ম নাম।



https://www.facebook.com/pages/tapobhuminarmada/454528151310191

No comments:

Post a Comment