Sunday, January 1, 2012


প্রলয় জলে মগ্ন ছিল বিশ্বজগৎ যবে, আদিম যুগে সৃষ্টি হবার আগে,
সেদিনের সেই অতল তলে দেখনা ভেবে, কারা ছিল গো জড়িয়ে অনুরাগে?
সেদিনের সেই সাগরপুরে সুপ্তিগড়ে যবে, সুপ্ত ছিলাম মুক্তা মুকুট পরি,
কেই বা সেদিন রাখল বুকে চেপে, চতুর্বাহুর আলিঙ্গনে ধরি।
জন্মে জন্মে যুগে যুগে লক্ষ জনম ধরে ঘুরেছি তো স্বর্গ-মর্ত্ত্য-সপ্তলোকের দেশে
সে সব জন্মে কেই বা বল আনলো মোদের মাটির মায়ের কোলে, যত্নে ভালবেসে?
কে আমাদের চলতে শিখায় আলোর পথে তুচ্ছ করে মরণ শতবার,
এর পরও কি বলতে হবে মাতা পিতাই সুধার সাগর, তাঁদের চরণ সকল পূজার সার?

https://www.facebook.com/pages/tapobhuminarmada/454528151310191

No comments:

Post a Comment