Sunday, October 23, 2011

আহাম্মকঃ---


আহাম্মক এক, যৌবনে নেয় ভেক !
আহাম্মক দুই, গুরুজনকে বলে তুই !
আহাম্মক তিন, আপন কড়ি পরকে দিয়ে নিজে করে ঋণ !
আহাম্মক চার, মাকে ধরে মার !
আহাম্মক পাঁচ, পরের পুকুরে ছাড়ে মাছ !
আহাম্মক ছয়, এর কথা ওকে কয় !
আহাম্মক সাত, নিচের ঘরে খায় 
ভাত!

আহাম্মক আট, বৌ-ঝিকে পাঠায় হাট !
আহাম্মক নয়, পিছনে কথা কয় !
আহাম্মক দশ, বৌ-এর কথায় বশ !



https://www.facebook.com/pages/tapobhuminarmada/454528151310191

No comments:

Post a Comment